“চুনতি লাইটহাউজ” পরিদর্শন করলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল
============================
গ্রাম পর্যায়ে দেশে প্রথমবারের মতো লোহাগাড়া উপজেলার চুনতিতে প্রতিষ্ঠিত হলো ডিজিটাল লাইব্রেরী ও নলেজ সেন্টার “চুনতি লাইটহাউজ”।
সম্প্রতি গত ৫মে উদ্বোধন হওয়া ডিজিটাল লাইব্রেরী ও নলেজ সেন্টার “চুনতি লাইটহাউজ” পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী, চট্টগ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ ৭মে দুপুরে চুনতি মুন্সেফ বাজার সংলগ্ন সিকদার পাড়া এলাকায় অবস্থিত এ ডিজিটাল লাইব্রেরী ও নলেজ সেন্টার “চুনতি লাইটহাউজ” পরিদর্শন করেন তিনি।
এসময় চুনতির পুত্রবধু ও লাইটহাউজের প্রধান স্বপ্নদ্রষ্টা, দি ওয়ার্ল্ড ব্যাংকের লীড গভার্ন্যান্স স্পেশালিষ্ট-ফাইন্যান্সিয়াল ম্যানেজম্যান্ট মিসেস সুরাইয়া জান্নাত খান এফসিএ, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদ খান, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আনোয়ার কামালসহ অন্যান্যরা
উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষা উপমন্ত্রী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চুনতি লাইটহাউজের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উল্লেখ্য: চুনতি লাইটহাউজে চুনতির সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হবে, যা অতীত ও বর্তমান প্রজন্মের মধ্যে সেতুবন্ধন রচনা করবে। পাশাপাশি এখানে শিক্ষার্থীদেরকে ইনফরমেশন-টেকনোলজির বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে করে তারা হাতেকলমে শিক্ষা নিয়ে দক্ষতা অর্জন করতে পারে।
লাইটহাউজে রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন সহ ১৫টি কম্পিউটারের একটি সুদৃশ্য ডিজিটাল ল্যাব, যেখানে দেশের স্বনামধন্য লেখকদের লেখা বইপত্র এবং ই-বুক সংরক্ষিত রয়েছে যা ভবিষ্যত প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সহায়তা করবে।