মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার কৃতি সন্তান মহাকবি ও কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী হার্ট অ্যাটাক করে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন ।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর ভায়রা ভাই মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন।
তিনি জানান, রবিবার (১ মে) রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন আমার ভায়রা ভাই মহাকবি ও কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী। এরপরে তাকে হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক হয়েছে।
দ্রুত সুস্থতা কামনায় জন্য মহাকবি কাইয়ুম নিজামীর পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, মহাকবি ও কথাসাহিত্যিক কাইয়ুম নিজামী দীর্ঘদিন ধরে উপন্যাস, কবিতাসহ বিভিন্ন গ্রস্থ প্রকাশ করে আসছেন। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘টুঙ্গি পাড়ায় জন্ম তোমার’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কন্যার নাম শেখ হাসিনা’ দুটি মহাকাব্য বেশ প্রসংশিত হয়েছে।