ঈদ,ঈদুল ফিতরে করণীয়, ঈদের শুভেচ্ছা ও দোয়াঃ
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
ঈদুল ফিতর আবার হাজির,আলহামদুলিল্লাহ ৷ঈদ ঘুরে ঘুরে বারবার আসে বলে তাকে ঈদ বলা হয় ৷এদিনটি
রোজাদারের জন্যে সত্যি আনন্দের ৷রাসুল সঃ অপসংস্কৃতি ও লাগামহীন আনন্দ তথা বিজাতীয় সংস্কৃতি বাতিল করে ঈদের অনাবিল আনন্দ ঈদের সালাত,ও খুতবার রীতি চালু করেন ৷হাদীসে ঈদুল ফিতরের দিনে বিশেষ ফেরেস্তা কর্তৃক রোজাদারদের সম্ভাষণ ,আল্লাহর পক্ষ হতে ক্ষমার সুসংবাদ ও বিশেষ পুরস্কার এর ঘোষণার কথা উল্লেখ আছে ৷রমজানের যথার্থ শিক্ষা হতে বঞ্চিত ও বেরোজদারদের জন্যে দিনটি দূঃখেরই বটে ৷বস্তুতঃ ঈদুল ফিতরের দিনটি রমজানে ট্রেনিং নেয়া তাকওয়া প্রাপ্ত বীর মুসলিমদের
আল্লাহর পক্ষ হতে সংবর্ধনা ও আগামীতে দ্বীন কায়েমের মাঠে সদা তৎপর থাকার কর্ম বন্টনের দিন মাত্র ৷এদিনটি ফিতরা দিয়ে অসহায়দের খুশীতে শামিল করা ও রোজা ভঙ্গের বিশেষ খুশীর দিন ৷৷বস্ততঃ সুখ দূখ ভাগ করা,রেষারেষি ভুলে যাওয়া,পরষ্পরের জন্যে দোয়া করা,মুসলিমদের খোঁজ খবর নেয়া ,আত্ন সমালোচনা করা,বিশ্ব মুসলিমের শক্তি সামর্থ্য ও ঐক্য প্রদর্শন করা,নির্মল হাসি খুশী করা,আত্নীয়তার বন্ধন
নবায়ন করা,এবং মুসলিমদের ইহ ও পরকালীন কল্যানে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করাই ঈদুল ফিতরের উদ্দেশ্য ৷আমাদের ঈদ গুলো হওয়া উচিৎ বিশ্বে জুলুমের ভারে ভারাক্রান্ত অসহায় মুসলিমদের সুদিন ফেরানোর অঙ্গীকার ৷ঈদ হওয়া উচিৎ ইসলামের দুশমনদের জন্যে কান্নার কারণ ৷ঈদ হওয়া উচিৎ বদরের চেতনা বাস্তবায়নের শপথ অনুষ্ঠান ৷
*ঈদুল ফিতরের করণীয়ঃ প্রথমতঃ ঈদুল ফিতরের রাতে আমরা এবাদত করবো ৷”এতে করে কিয়ামতে ক্বলব থাকবে জীবিত যেদিন অন্যদের ক্বলব যাবে মরে” ৷৷ইবনে মাজাহ ও বায়হাকীতে এ প্রসঙ্গটি রয়েছে ৷
দ্বীতিয়তঃ ঈদের দিনের সুন্নাত আমল গুলো খেয়াল রাখব ৷যেমন ঈদের দিন খুব সকালে ঘুম ত্যাগ করা,
মিসওয়াক করা,গোসল করা,সামর্থ মতো উত্তম পোশাক পরা,খুশবু ব্যবহার,ফজরের পরপর ঈদে যাওয়া,ঈদে যাওয়ার পূর্বে বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া বা মিষ্টি খাওয়া,ঈদে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করা,ঈদের মাঠে ঈদ আদায় করা,হেঁটে ঈদে যাওয়া,আসা যাওয়ায় রাস্তা বদল করা,অনুচ্চ স্বরে আল্লাহর নামে তাকবীর দিতে দিতে ঈদে যাওয়া,হাসি খুশী থাকা, ও এক মুসলিম অপর মুসলিমের জন্যে দোয়া করা ৷
*শাওয়াল মাসে ৬টি রোজাঃ মুসলিম শরীফের হাদীসে এসেছে “যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে সে পূর্ণ একটি বছর রোাজার সওয়াব পাবে “৷
*ঈদুল ফিতরের শুভেচ্ছা ও দোয়াঃ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল মুসলিম ভাই বোনদের প্রতি ৷৷আর যারা আমার আত্নীয় স্বজন,পাড়া প্রতি বেশী ,দেশবাসী মুসলিম,বন্ধু বান্ধব,প্রবাসী, হিতাকাংখি, দ্বীনি ভাই ,ও মসজিদের মুসল্লিদের প্রতি ৷
আর দোয়া করছি আল্লাহ যেন সবাইকে কবুল করেন, রহমত করেন, নিরাপদ রাখেন, আমীন ৷
*নূরুল আলম তৌহিদী
খতীব ঐতিহাসিক ছুটিখাঁ জামে মসজিদ
জোরার গন্জ, মীরসরাই,চট্রগ্রাম