ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন দক্ষিণ নলবিলা রাহাত জান পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সাবেক সভাপতি, মহেশখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব হাফেজ মাওলানা মরহুম শফিকুল্লাহ খাঁন এর স্মরণে দক্ষিণ নলবিলা ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাঁশি ও মহেশখালী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা শিকদার বাঁশি। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ সেলিম ও সাবেক ছাত্রনেতা হাফেজ মকবুল সোবহান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মুহাম্মদ ফরিদুল ইসলাম বি,এ।
এ সময় বক্তরা বলেন, বহুমাত্রিক গুণাবলীর অধিকারী দক্ষিণ নলবিলা মৌলভি পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সাবেক সভাপতি ও এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে হাফেজ মাওলানা মরহুম শফিকুল্লাহ খাঁন আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। তাঁর হাত ধরেই এলাকার মসজিদ মকতব ও মাদ্রাসার অনেক কল্যাণ সাধিত হয়। ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা লাভের পর অনুষ্ঠিত সর্বপ্রথম ইউপি নির্বাচনে যে ক’জন চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন তাদের মধ্যে বরেণ্য সাংবাদিক হাফেজ মাওলানা মরহুম শফিকুল্লাহ খাঁন ছিলেন অন্যতম। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।