জাহাঙ্গীর শামস: পার্বত্য জেলা বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৩ এপ্রিল ইয়াবা বিক্রির সময় এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবকের নাম কামাল হোসেন (২৮) প্রকাশ ইয়াবা কামাল।
নাইক্ষ্যংছড়ি থানার এস আই শুভ পাল এর নেতৃত্বে ১ হাজার পিচ ইয়াবাসহ কামালকে আটক করা হয়েছে।
আটককৃত কামাল হোসেন কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়া গ্রামের ইমাম হোসেনের পুত্র।
খবর নিয়ে জানা যায়, কামাল হোসেন একাধিক মামলার আসামি। সে ২০২১ সালে ১ লক্ষ ২০ হাজার পিচ ইয়াবা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যার মামলা নং জিআর ৩০৮/২১।
এছাড়াও সে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার এর হাতে ইয়াবা সহ আটক হয়েছিল।
নাইক্ষৎংছড়ি থানা ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জানান, আটককৃত কামাল হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াদিন চলছে।প্রক্রিয়া শেষে থাকে বান্দরবান কোর্টে প্রেরন করা হবে।
স্থানীয় নাম উল্ল্যেখ না করার শর্তে বলেন, কামাল হোসেন খরুলিয়াসহ পুরো কক্সবাজার জেলার এলাকার প্রকৃত ইয়াবা কারবারি। খুচরা ইয়াবা বিক্রী করে আসছে অনেক বছর ধরে। তার শিকড় এখনি উপড়ে না ফেললে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে সে আরো ভয়ংকর ইয়াবা ব্যবসায়ি হয়ে উঠবে।