মোহাম্মদ হাসানঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ১ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার, চট্টগ্রাম (মীরসরাই)-১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি “জয় বাংলা” -কে জাতীয় শ্লোগান হিসেবে অনুমোদন দেয়ায় জাতীয় সংসদের আজকের অধিবেশনে সংসদ সদস্য শাহজাহান খান কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী সভাকে ধন্যবাদ প্রদানের উদ্দেশ্যে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর তিনি আলোচনা করেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ ধন্যবাদ প্রস্তাবের আলোচনাকালে বলেন, মুক্তিযুদ্ধে ‘জয় বাংলা’ আমাদের উজ্জীবিত করতো প্রচণ্ড রকম। মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে ২৫ মার্চ সন্ধ্যায় আমার নিজ এলাকার শুভপুর ব্রীজে অগ্নি সংযোগ করার পর রাতে শহরে ফেরার পথে সীতাকুণ্ডের দু’পাশের হাজার হাজার মানুষ “জয় বাংলা” শ্লোগান দিয়ে মহাসড়কে প্রতিরোধ সৃষ্টি করেছিল।
এ ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা শত্রুর মাঝে ঝাঁপিয়ে পড়তো বীরদর্পে। যুদ্ধ জয়ের পর মুক্তিযোদ্ধারা “জয় বাংলা” শ্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করতো রণাঙ্গনে। আজ বুধবার দুপুরে মহান জাতীয় সংসদে এক ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এই বক্তব্য প্রদান করেন।