এইচ এম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলাসদর : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলায় উদ্দ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গতকাল বিকাল ৫ ঘটিকায় সংগঠনের শান্তিরহাটস্থ অস্থায়ী কার্যালয়ে দক্ষিণ জেলার সভাপতি স ম হামেদ হোছাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল্লামা স ম শহিদুল হক ফারুকীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলার সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শহিদুল্লাহ সাদা, প্রচার সম্পাদক সম্পাদক আল্লামা আবদুল মালেক আশরাফি, দপ্তর সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, ছাত্র কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুল আলম,সদস্য মুহাম্মদ মনসুর আলম, জামাল উদ্দিন সওদাগর, ফারুক চৌধুরী, সদস্য অধ্যাপক গিয়াসউদ্দিন চৌধুরী জাহেদ। সভাপতির বক্তব্যে স ম হামেদ হোসাইন বলেন:- মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষাভাষীসহ বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির অনন্য নিদর্শন ।মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। ১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ আরও অনেকে। তিনি আরো বলেন :- ১৯৪৮ সালে তমদ্দুন মজলিশ ও অন্যান্য ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাদেরই দুর্বার আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা ভাঙতে গিয়ে প্রাণ দিয়েছিলেন ভাষা শহিদরা।মহান একুশে ফেব্রুয়ারির সেই রক্তস্নাত গৌরবের সুর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ বিশ্বের ১৯৩টি দেশের মানুষের প্রাণে অনুরণিত হয়। আসুন, সকল ভেদাভেদ ভুলে একুশের চেতনায় উদ্ভুদ্ধ হই। পবিত্র সংবিধান ও গণতন্ত্র এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সমুন্নত রাখি । দেশ ও জনগণের ভাগ্যোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেই। তিনি আরো বলেন -তাই নতুন প্রজন্মের কাছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দিতে হবে। পরে ভাষা শহীদদের মাগফেরাত কামনায় আল্লাহর দরবারে মুনাজাত করা হয়।