বায়তুশ শরফের সম্মানিত পীর সাহেব, আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সভাপতি, বিশিষ্ট ইসলামী গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) চট্টগ্রাম মহানগরীর স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৬ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. রেজাউল হক স্বাক্ষরিত স্মারকমূলে আগামী তিন বছরের জন্য তাঁকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়। উল্লেখ্য, বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় প্রায় তিনদশকের শিক্ষকতা জীবনের ইতি ঘটিয়ে কিছুদিন পূর্বে স্বেচ্ছায় অবসর গ্রহন করেন। তিনি সাতকানিয়া পৌরসভাস্থ শাহ আখতারিয়া ফাযিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং বড়হাতিয়া মিয়াজিরপাড়া শাহ জব্বারিয় আদর্শ মহিলা মাদ্রাসাসহ অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের পরিচালনাধীন প্রায় সাত শতাধিক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠানেরও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন।