মোহাম্মদ হাসানঃ করোনা মহামারী সংকটময় সময়ে ‘অসামান্য’ ভূমিকা পালনের জন্য ‘সম্মুখসারির যোদ্ধা’ হিসেবে বাংলাদেশ দূতাবাস দোহা কাতার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ দোহা মহানগর কাতার এর সভাপতি নুরুল আবছার বাবুলকে সম্মাননা প্রদান করেছে।
দীর্ঘ বছর দোহা কাতারে থেকে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি নুরুল আবছার বাবুল। করোনা সংকটময় সময়ে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে সংকট মোকাবিলায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্প্রতি কাতার বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, এস এম ফরিদুল হক ও সাধারণ সম্পাদক নুরুল আলম এর নেতৃত্বে কাতারের রাষ্ট্রদূত জসিমউদদীন এন ডি সির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এসময় রাষ্ট্রদূত নুরুল আবছার বাবুল এর এহেন জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানান।