স্টাফ রিপোর্টার: গত ১১ নভেম্বর রাত ৯ টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সেকান্দর চেয়ারম্যান ঘাটা শাখা উদ্যোগ খাজা গরীবে নেওয়াজ (র.আ:) এর ফাতেহা ও প্রতিনিধি সম্মেলন শাখার সভাপতি এম. সোলাইমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এম. মহসিন আরফাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাকলিয়া থানা কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন হাবিবুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বাকলিয়া থানার অর্থ সম্পাদক তরুণ ব্যাবসায়ী এম. ইকবাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, দিদারুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, ব্যাংকার এম.ডি আলম, ব্যাংকার, হাকীম এম. লোকমান।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন মাহমুদ বলেন, দেশ অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে একদিকে করোনা নামক মহামারিতে স্কুল-কলেজ, মাদরাসা বন্ধ হয়ে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার অবনতি হচ্ছে অন্যদিকে চাল, ডাল তৈলসহ সকল প্রকার দ্রব্যের মূল্য উর্ধগতিতে জনজীবন দূর্বীসহ হয়ে পড়ছে।
বক্তারা স্বাস্থ্যবিধি মেনে স্কুল, কলেজ ও মাদরাসা খুলে দেয়ার পাশাপাশি মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রবের মূল্য কমানোসহ বাজার মনিটরিং করার বিষয়ে জোর দেয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহবান জানান।
প্রতিনিধি সম্মেলনে আগামী ২০২২-২৩ সেশনের জন্য এম. সোলাইমান সভাপতি, আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক, এম. সোহেল বাহারকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন, এম. শাহাজাহান, রেজাউল করিম, ছাত্রসেনা বাকলিয়ার সাবেক সহসম্পাদক শাহজাহান, ফারুক আজম, জসিম উদ্দিন, ইমরান, নাজিম, সোহেল, ছাত্র প্রতিনিধি, রুবায়েদ সাজিদ, হাসান, ইরফান, প্রমুখ। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।