মুন্নি আকতার, চাঁদপুর জেলা প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় নির্মাণ কাজ করতে গিয়ে আল্লাহ নাম ভেসে উঠে।
আর আল্লাহর নাম যতবারই মােছা হয় ততবারই পুনরায় ভেসে উঠে। এ বিষয়টি তাৎক্ষনিক চারপাশে ছড়িয়ে পরলে শতশত লোকজন ভীড় জমায়। জানা যায়, ইমান গাজী বাড়ি নির্মাণ কাজ করে। মাটি কাটার কাজ করতে গেলে আল্লাহর নাম লেখা ভেসে উঠে আসে। যতবারই আল্লাহ লেখা নাম মুছে দেয়া হয় ততবারই তা ভেসে উঠে।
স্থানীয় লোকজন জানান, আল্লাহর নাম লেখা ভেসে আসছে শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই। তা অবাক করার বিষয়। আল্লাহ কি না করতে পারেন।