মুহাম্মাদ আবদুল মান্নান: আগামী ২০ অক্টোবর বুধবার ফটিকছড়ির হারুয়ালছড়ি দরবার শরীফে আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদ’র উদ্যোগে জশনে জুলূসে ঈদে মিলাদুন্নবী (দ.) আয়োজন করা হয়েছে।
“নবীর গুণগান প্রশংসা আল্লার, নবীজির সম্মান গুণগান আল্লার, নবীর মীলাদের সকল আয়োজন, ইবাদতে শুমার হতে লাগিল।”
এই শ্লোগানকে সামনে রেখে এবার বিশ্বমানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলামীন সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর ধরাধামে শুভাগমনের স্মৃতি বিজড়িত দিবস মহান ১২ই রবিউল আওয়াল ১৪৪৩ হিজরি ২০ অক্টোবর ২০২১ খ্রি. বুধবার আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদের উদ্যোগে হারুয়ালছড়ি দরবার শরীফে ব্যাপক কর্মসূচির মাধ্যমে জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহী ওয়া সাল্লাম উদযাপিত হবে।
আয়োজক কমিটির সাথে কথা বলে জানা যায়, কর্মসূচির মধ্যে থাকবে, পূর্বরাত ব্যাপি না’তে রাসূল মাহফিল, বা’দে ফজর সালাতুচ্ছালাম-ক্বিয়াম-মুনাজাত, সকাল ৮টায় দরবার প্রাঙ্গণ থেকে নির্গত জুলূস হারুয়ালছড়ির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণান্তে হাদীয়ে যমান রাদ্বিয়াল্লাহু আনহুর রওযাহ ময়দানে মীলাদ মুনাজাত, বা’দে যুহর থেকে রাত ১০টা পর্যন্ত কুরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শেষে তাবাররুক বিতরণ, রাত ১১টা থেকে ফজর পর্যন্ত মাইজভাণ্ডারী ত্বরীক্বাহ আলোক সাম‘আ মাহফিল ও বা’দে ফজর, সালাতুচ্ছালাম-ক্বিয়াম-মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ।
উক্ত আয়োজনে শরীক হয়ে আল্লাহ ও রসূলের সন্তুষ্টি অর্জনে যত্নবান হওয়ার জন্য আঞ্জুমানের পক্ষ থেকে সকলের প্রতি দাওয়াত জানিয়েছেন আয়োজক কমিটি।