কোরোনার এই মহাদুর্যোগের সময়ে মানবতার স্বার্থে মানুষের দুঃখের অংশের খানিকটা ভাগীদার হতে, নিজ আদলে কাজ চালিয়ে যাচ্ছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এবং তার প্রত্যেকটি সদস্য। তারই ধারাবাহিকতায় সন্ধানী চমেক ইউনিট চট্টগ্রামে নিম্নবিত্ত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ, শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ, গরীব পথচারী ও রিকশাচালকদের মধ্যে ইফতার বিতরণ সম্পন্ন করেছে। সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ হতে ইরা বিদ্যানিকেতনের সহযোগিতায় ষোলশহর রেলস্টেশন এলাকার ৫০টি ছিন্নমূল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, নগরীর বাকলিয়া থানাধীন শান্তিনগর বগার বিল এলাকায় সাদাত বিন আবিউকাস মাদ্রাসা ও এতিমখানার ৫০ জন শিশুর মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়। নগরীর বাকলিয়া এলাকার ৩টি, রাঙ্গুনিয়া উপজেলার ৩টি, আনোয়ারা উপজেলার ৩টি, ফটিকছড়ির ২টি, চন্দনাইশের বাগিচারহাটে ৪টি, পটিয়ার শোভনদন্ডীতে ৩টি এবং কুমিল্লার বুড়িচং উপজেলার ১টিসহ মোট ১৯টি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে সংগঠনের পক্ষে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। মহৎ এই উদ্দেশ্য বাস্তবায়নে ফোর এইচ গ্রুপসহ সার্বিক সহায়তাকারী সকল ব্যক্তিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সন্ধানী চমেক ইউনিট।-বিজ্ঞপ্তি