মুন্নি আক্তার, চাঁদপুর প্রতিনিধি: করোনা পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে চাঁদপুর ট্রাফিক বিভাগ।
করোনা কালীন সময়ে সড়কের জ্যাম আর সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ চাঁদপুরের প্রবেশ মুখ ওয়ারল্যাস মোড়ে ট্রাফিক পুলিশ এর পক্ষ থেকে সার্জেন্ট সুব্রত মল্লিক বেপোরোয়া গতিতে চালানো গাড়ি, হেলমেট বিহিন মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স বিহিন গাড়ি চালানোর জন্য বেশ কয়েকটি গাড়িকে মামলা দায়ের করেন। করোনা কালীন সময় সকল কে মাস্ক পরে গাড়ি চালানোর নির্দেশ দেন।