মুন্নি আক্তার, চাঁদপুর প্রতিনিধি: সরকার ঘোষিত লকডাউনেরর প্রথম দিনে চাঁদপুরে লকডাউন মানিনা স্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। ৫ এপ্রিল সোমবার বেলা ১২ টার দিকে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় চাঁদপুর শহরের হাকিম প্লাজা হর্কাস মার্কেটেরর সাধারণ ব্যবসায়ীরাসহ অন্যান্য ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করে চাঁদপুর পৌরসভার সামনে অবস্থান নেন।
সেখান থেকে বিক্ষোভ মিছিলটি পুনরায় হর্কাস মার্কেটের সামনের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থান করে, চাঁদপুর টাওয়ারের সামনে তারা সমাবেশ করেন।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ ও অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিষয়টি স্বাভাবিক করেন।