মুন্নি আক্তার, চাঁদপুর জেলা প্রতিনিধি: করোনা প্রতিরোধকল্পে চাঁদপুর জেলা পুলিশের সাথে পরিবহন মালিক, শ্রমিক, ব্যবসায়ী নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহঃপ্রতি (০১/০৪/২০২১) তারিখ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে চাঁদপুর জেলার সকল পরিবহন মালিক, শ্রমিক, ব্যবসায়ী নেত্রীবৃন্দের সাথে জেলা পুলিশ, চাঁদপুর কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকলকে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকার ঘোষিত সিদ্ধান্তসমূহ অবহিত করা হয়।
এ সময় সভায় উপস্থিত মালিক, শ্রমিক, ব্যবসায়ী নেত্রীবৃন্দের মধ্যে কয়েকজন মতামত ব্যক্ত করেন এবং তাঁরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরুত্ব মানার অঙ্গীকার করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার),
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কাজী মোঃ আবদুর রহীম, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলসহ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।