মোহাম্মদ আমানউল্লাহ, নৌ-পরিবহণ প্রতিনিধি: সোমবার (২৫/০১/২১) বরিশাল রুটের মেসার্স নিজাম শিপিং লাইন্স এর সর্ববৃহৎ ও আধুনিক নৌযান এমভি এ্যাডভেঞ্চার-১ ও এ্যাডভেঞ্চার-৯ এর জামাল মাস্টার ও রুহুল মাস্টারকে গ্রেফতার করে জামিন না দেয়াও মাস্টার সনদ সাময়িক বাতিল করার প্রতিবাদে সকল নৌযানের মাস্টাররা ধর্মঘট পালন করছেন।
উল্লেখ্য, এই প্রতিবাদে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিনাঞ্চলের সকল নৌযানকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে এবং তারা ঘোষণা দেন এবং জামিন না মঞ্জুরকৃত দুই মাস্টারকে অনতি বিলম্বে ও নিঃশর্তে মুক্তি এবং সনদ ফিরিয়ে না দিলে ঘাট থেকে কোনো নৌযান আজ যাত্রা করবেনা বলে হুশিয়ার করে দেন।
প্রসঙ্গত, গত বছরের দূর্ঘটনার পুরাতন মামলার হাজিরা দিতে তারা আদালতে গেলে, আদালত জামিন আবেদন না মঞ্জুর করে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। তবে জামাল মাস্টার ও রুহুল মাস্টারকে গ্রেফতারের কারন জানা যায়নি।