মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী, ঢাকা প্রতিনিধি: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঢাকা মহানগর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহীদুল আলম রিজভী, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী, ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদারসহ ফ্রন্ট-সেনার কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
জেলা প্রতিনিধি মধ্যে বক্তব্য প্রদান করেন শরীয়তপুর জেলা প্রতিনিধি মাওলানা ফারুক আবেদী, জামালপুর জেলা প্রতিনিধি পীরজাদা মাওলানা শফিকুল ইসলাম নূরী, গাজীপুর জেলা প্রতিনিধি জননেতা এম. এ. জলীল স্বপন। নেত্রকোনা জেলা সহ-সভাপতি মাওলানা হাফেজ আনোয়ার খান, বাগেরহাট জেলা প্রতিনিধি মাওলানা আব্বাস আলী প্রমুখ।