ডেস্ক নিউজ: চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির( সিসিএ) নতুন পরিচালনা কমিটি ঘোষনা করা হয়েছে । জানা যায়, গত ৪ ডিসেম্বর সিসিএ’র প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অভিভাবকদের এক সভায় বিগত কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মােস্তাক আহমেদকে সভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভােকেট সানু বিশ্বাস( চন্দন )কে সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম ট্রিবিউনের প্রকাশক দাউদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট সিসিএ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে
এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাজেদুল আলম চৌধুরী(মিল্টন ) শফিকুল হক ও মাে . নাসির খান। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন
শওকত আজাদ ও সুর ওয়ারউদ্দিন চৌধুরী। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাে . ফয়েজুল্লাহ ( সুমন )।
সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শারমিন নাহিদা জাহান। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আনােয়ার হােসেন উজ্জ্বল।
সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন মাে . ফরিদুল আলম , ইঞ্জিনিয়ার কাজল রায় , কাজী আরিফুল ইসলাম, হাবিবুর রহমান খান, মাে . ফরিদ উদ্দিন কাওসার খান ও সাই ফুল্লাহ চৌধুরী।
প্রধান নির্বাহী সিসিএ’র গভর্নিং বডির নির্দেশনায় নব গঠিত কমিটি আজ (১১ ডিসেম্বর’২০) প্রথম সভায় নিজেদের কর্মসূচি ঘােষণা করবে জনে জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি ।