মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত মোবাইল টাকা সহ মীরসরাই উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের ছিনতাইকারীকে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত পাঁচজনই জোরারগঞ্জ থানা এলাকার বাসীন্দা এদের মধ্যে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. হুমায়ুন রশিদ মামুন, অপর চারজন মুকেশ চন্দ্র দাস (২২), আসিফ হায়দার জিসান (২৩), সাজ্জাদ হোসেন সাব্বির (১৯), মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৯)।
স্থানীয় সূত্রে প্রকাশ গতকাল দিবাগত রাত আনুমানিক ৮ ঘটিকার দিকে স্থানীয় জোরারগঞ্জ বাজারের মোবাইল রিচার্জ বিকাশ এজেন্ট ব্যাবসায়ীকে বাড়ি ফেরার পথে পেছন থেকে চাপাতি দিয়ে আঘাত করে ৫টি মোবাইল সেট, নগদ ১২হাজার ৯০০টাকা ছিনতাইকের নিয়ে যায়।
এরপর ঐ ব্যাবসায়ী স্থানীয় জোরারগঞ্জ থানায় গিয়ে বিষয়টি অবগত করলে অনুসন্ধানে নামে থানার অভিযানিক টিম। রাতেই ছিতাকৃত মোবাইল সেট, টাকা ও দেশীয় অস্ত সহ উক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানা সূত্রের বরাতে প্রকাশিত সংবাদ সূত্রে জানাযায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা নং- ২৪(১১)২০ দায়ের করা হয়েছে। থানার ডিউটি অফিসার এর ওয়েবসাইটে পদর্শিত মুঠোফোন নম্বরঃ ০১৮৫৬ ০৯৪৩৭৩ তে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগটি বন্ধ পাওয়াযায়।