মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার হাদি ফকির হাট এলাকা থেকে ৭০৫ পিস ইয়াবাসহ শারমীন আক্তার (৩২) কে আটক হয়েছে।
মীরসরাই থানা পুলিশ সূত্রে প্রকাশ, চট্টগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক পিপিএম মহোদয় এর নির্দেশ মোতাবেক মীরসরাই থানার এসআই রাজিব পোদ্দার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাদি ফকিরহাটএলাকায় অভিযান চালিয়ে শারমীন আক্তার (৩২)স্বামী এ,কে খান,সাং চকরিয়া,কক্সবাজারএর ভ্যানিটিব্যাগ এর ভিতর হতে ৭০৫ পিচ অবৈইয়াবা পাইয়া আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলা রুজু করে আদলতে পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে।