মোহাম্মদ হাসানঃ মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া দানিস স্পোর্টি-১ ক্লাবের সৌজন্য মিয়াপাড়া প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন পাওয়ার সার্চ ফুটবল একাদশ বনাম ব্রাদার্স ইউনাইটেড় ফুটবল একাদশ। উক্ত খেলা পাওয়ার সার্চ ১ – ০ গোলে জয় লাভ করে ব্রাদার্স ইউনাইটেড় একাদশ কে পরাজিত করে।
খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগি নুরে আরে মজুমদার ডলি ও বিশেষ অথিতি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আমিনুউল্ল্যা চৌধুরী আশরাফ এবং ১১ নং মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার লিটন সহ প্রমুখ।