নুর মোহাম্মদ শেখ, মহেশখালী প্রতিনিধি: কক্সবাজার, মহেশখালী উপজেলা, হোয়ানক পূর্ব হরিয়ার ছড়া সোমবার(২৭/১০/২০) বিকাল ৩ঘটিকার সময় মুজিব বর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত
হেয়ানক ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোস্তাফা কামাল। অত্র ওয়ার্ডের মেম্বার ছৈয়দ মিয়া,,
সভাপতিত্ব করেছেন মোঃ আরিফুল ইসলাম।
পরিচালক সোনার বাংলা সংঘ। আরো উপস্থিত ছিলেন মান্যগণ্য ব্যক্তিগর্বগ। দর্শকদের হই উল্লাসে মেতে উঠে খেলার মাঠ।
দীর্ঘমাসব্যাপী চলে আশা উক্ত খেলায় জেলার বিভিন্ন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ফুটবল দল অংশ গ্রহণ করে।
বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়
নাইজেরিয়ান খেলোয়াড় ও দেশে বিভিন্ন নামি দামী ক্লাবের খেলোয়াড়রা অংশ গ্রহণের করে বিভিন্ন দলের হয়ে।
উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে
স্যান রাইজিং স্টার ক্লাব কালাগাজীর পাড়া, হোয়ানক বনাম উত্তর ডেইল্যাঘোনা মায়ের দোয়া ফুটবল একাদশ কালারমারছড়া। স্যান রাইজিং স্টার ক্লাব কালাগাজীর পাড়া ৪-১ গোলে জয়ী। বিজয়ীদের কে সম্মাননা তুলে দেন
অতিথিরা।