প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে মাতারবাড়ী বাসীকে সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মাতারবাড়ীর সন্তান, বিশিষ্ট সমাজসেবক,রাজনীতিবিধ, মাতারবাড়ীর মাটি ও মানুষের পরম বন্ধু -জনাব,আলহাজ্ব জি.এম ছমি উদ্দিন-সভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগ মাতারবাড়ী ইউনিয়ন শাখা।
মানবজাতির শিরোমণি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল ইসলামের শেষ নবী (সা.) আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন।
বুধবার এক শুভেচ্ছা বার্তায়, মাতারবাড়ী বাসীকে ১২ ই রবিউল আউয়াল পবিত্র ইদে মিলাদুন্নবী’র সালাম,শুভেচ্ছা, ও মোবারকবাদ জানিয়ে তিনি বলেন,মহানবীর আগমনে বিশ্বে মানবজাতি তথা কোলকায়েনাতের মুক্তির পথ উন্মোচিত হয়।
এই দিন নবী প্রেমিকরা জশনে জুলুছে অংশগ্রহণ করেন। ১২ ই রবিউল আউয়াল পবিত্র ইদে মিলাদুন্নবী এবার একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনা ভাইরাস আমাদের মাঝে মহা বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, ১২ ই রবিউল আউয়াল এসেছে….সকল ঈদের সেরা ঈদ এসেছে। সবাই জশনে জুলুসে মাক্স পরিধান করে অংশগ্রহণ করবেন। আনন্দময় এই দিনে আমাদের সকলকে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মানতে হবে এবং এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।
তবে ১২ ই রবিউল আউয়াল পবিত্র ইদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে প্রার্থনা থাকবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক। ১২ ই রবিউল আউয়াল সফল হউক, স্বার্থক হউক