চট্টগ্রাম ট্রিবিউন অনলাইন ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী আর নেই। বুধবার(১৫/০১/২০) রাত সাড়ে ৮টায় ঢাকার বনানীর বাড়িতে উমা কাজীর মৃত্যু হয় বলে তার মেয়ে খিলখিল কাজী গণমাধ্যমকে জানিয়েছেন।
বার্ধক্যজনিত নানা জটিলতার সঙ্গে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে উমা কাজী বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খিলখিল কাজী জানান, আমার বোন মিষ্টি কাজী কলকাতায় অবস্থান করছে। আগামীকাল সে ফিরলে বাদ জোহর বনানীতে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
উমা কাজীর স্বামী কাজী সব্যসাচী ১৯৭৯ সালে মারা যান। তারপর থেকে তার পরিবার ঢাকার বনানীতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন।
উমা কাজীর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে সংস্কৃতি মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। সিটি০১/এমডিআএম/১৬