চট্টগ্রাম ট্রিবিউন জোরারগঞ্জ থানা প্রতিনিধি(এসএম সিরাজ): মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার দরিদ্র
শিশু ও মা’দের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসাস্থল ‘স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র’রবেহাল দশা।
উক্ত কেন্দ্রের সম্মুখ ভাগ ও আশেপাশ ময়লার
স্তুপে ডাকা পড়ে আছে।
ভবনের আশপাশে ময়লা আবর্জনার দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ। এছাড়াও এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়ে
যাওয়ায় শিশু ও মার্তৃস্বাস্থ্য হুমকির মুখে। যে কোন মুহুর্তে ডেঙ্গু, ডাইরিয়াসহ মহামারীতে অক্রান্তের শংকায় রয়েছে স্থানীয় জনগন।
উল্লেখ্য যে, উক্ত স্বাস্থ্যকেন্দ্রের আশেপাশেই কয়েক হাজার আবসিক বাসিন্দা রয়েছে। স্কুল শিক্ষার্থি, নারী ও শিশুসহ স্থানীয় জনগনের চলাচলের জন্য বিকল্প কোন রাস্তা না থাকায় ঝুঁকি নিয়েই তাদের হাটাচলা ও যাতায়াত করতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষুদ্ধ এলাকাবাসী জানান,
পৌর কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে বিভিন্নভাবে কর(টেক্স) আদায় করলেও দীর্ঘ ৩-৪ বছর যাবত উক্ত এলাকার পরিচ্চন্নতা ও রাস্তাটি সংস্কারে কোন উদ্যেগই গ্রহন করেননি। এব্যপারে এলাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সিটি০৫/এমডিএএম/০৯